Loading...
চাল ভাজা মাখা

চাল ভাজা আমাদের বাংলাদেশের একটি কমন বিকালের নাস্তা। কমবেশি সকলেই এটি পছন্দ করেন। বিশেষ করে বৃষ্টির দিনে মচমচা চাল ভাজার সাথে চায়ের কম্বিনেশন খুবই জম্পেশ হয়। সন্ধ্যার নাস্তায় আমি এই টা করেছিলাম সকলে খুব মজা পেয়েছিল। চলুন দেখে নেওয়া যাক মজাদার এই রেসিপিটি

প্রয়োজনীয় উপকরণঃ

  • চাল ভাজা পরিমাণ মতো
  • পিঁয়াজ কুচি পরিমাণ মতো
  • মরিচের কুচি দুই টা
  • ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো
  • বার্বি কিউ চানাচুর
  • সরিষার তেল পরিমাণ মতো

প্রস্তুত প্রণালী

  • 1

    সবকিছু একত্রে মিশিয়ে নিন

    উপরের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে একটি সার্ভিং বাটিতে ঢেলে পরিবেশন করে নিন

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন