চাল ভাজা আমাদের বাংলাদেশের একটি কমন বিকালের নাস্তা। কমবেশি সকলেই এটি পছন্দ করেন। বিশেষ করে বৃষ্টির দিনে মচমচা চাল ভাজার সাথে চায়ের কম্বিনেশন খুবই জম্পেশ হয়। সন্ধ্যার নাস্তায় আমি এই টা করেছিলাম সকলে খুব মজা পেয়েছিল। চলুন দেখে নেওয়া যাক মজাদার এই রেসিপিটি