কোফতা আমাদের ঐতিহ্যবাহী একটি খাবার, যুগ যুগ ধরে মায়েদের হাতের কোফতা খেয়ে আসছি। মাছ মাংস, সবজি মোটামুটি সবকিছু দিয়েই কোফতা হয় আর কোফতা যদি ঝোল বা কারিতে রান্না করা হয় সেটিকে কোফতা কারি বলে। সময়ের সাথে রান্নায় অনেক পরিবর্তন এসেছে তবে হাতের কাছের উপকরণ দিয়ে কিভাবে কোফতা বানানো যায় এই রেসিপিতে তা পাবেন। আমাদের দেশ ছাড়াও ভারত ও পাকিস্তানেও কোফতা খুবই জনপ্রিয় এবং পশ্চিমা দেশগুলোতে এটি মিটবল নামে বিখ্যাত।