একটি কড়াইয়ে তেল দিয়ে আঁচ কিছুটা বাড়িয়ে মুরগি টুকরাগুলো ৪-৫ মিনিট ভেজে নিন। অন্য একটি পাত্রে মাখন মৃদু আঁচে গরম করে তাতে রসুন কুচি ২ মিনিট ভেজে ময়দা দিয়ে দিন, ময়দা হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। সোনালি হয়ে আসলে তাতে তরল দুধ সবটুকু দিয়ে ভালোভাবে নেড়ে মাশরুম, ভাজা মুরগি, গোল মরিচ গুঁড়া, লবণ, চিনি ও চিলি ফ্রেক্স দিন। এরপর সসটি ঘন হওয়া পর্যন্ত অনবরত নাড়তে হবে। সস হালকা ঘন হয়ে আসলে, এতে পাস্তা, ক্রিম ও ক্যাপসিকাম কুঁচি দিয়ে ভালোভাবে নেড়ে আরও ৩-৪ মিনিট রান্না করে নামিয়ে অরিগেনো ছড়িয়ে দিন । খেয়াল রাখতে হবে যেন সসটি এমন ভাবে ঘন হয় যাতে পাস্তার গায়ে গায়ে লেগে থাকে; বেশি ঘন হয়ে গেলে সসটি দলা পেকে যেতে পারে।