আবহমান গ্রাম বাংলার এক অনবদ্য সৃষ্টি হলো আমসত্ত্ব। আমের রসের সাথে মশলা মিশিয়ে রোদে শুকিয়ে নেয়া এই খাবারটি আমাদের শৈশবের একটি বড় অংশ জুড়ে ছিল। গ্রামবাংলার এই জনপ্রিয় খাবারটি বর্তমানে শহরেও ঘরে ঘরে তৈরী করা সম্ভব। সেই রেসিপিটি নিয়েই আমাদের আজকের আয়োজন
আবহমান গ্রাম বাংলার এক অনবদ্য সৃষ্টি হলো আমসত্ত্ব। আমের রসের সাথে মশলা মিশিয়ে রোদে শুকিয়ে নেয়া এই খাবারটি আমাদের শৈশবের একটি বড় অংশ জুড়ে ছিল। গ্রামবাংলার এই জনপ্রিয় খাবারটি বর্তমানে শহরেও ঘরে ঘরে তৈরী করা সম্ভব। সেই রেসিপিটি নিয়েই আমাদের আজকের আয়োজন
প্রয়োজনীয় উপকরণঃ
প্রস্তুত প্রণালী
আমগুলোর উপরে দিকে কেটে সেগুলোকে ডুবন্ত পানিতে ভালোভাবে সেদ্ধ করতে হবে। ঠিক ততক্ষন সেদ্ধ করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমগুলো নরম হয়ে ফেটে যায়। তারপরে সেই আমগুলো ঠান্ডা করে নিয়ে তার খোসা ছাড়িয়ে ভেতর থেকে আঁটি বের করে নিতে হবে।
শেষ হলে মার্ক করে রাখুন
পরবর্তীতে আমগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে অথবা হাত দিয়ে চটকিয়ে একদম ভর্তা করে ফেলতে হবে। তারপরে একটি হাঁড়িতে আমের সেই ভর্তা বা পিউরিতে আধা চা চামচ হলুদ গুঁড়া,এক চা চামচ মরিচের গুঁড়া,এক চা চামচ বিট লবন, স্বাদমতো লবন, এক চা চামচ পাঁচফোড়ন গুঁড়া ও তিন টেবিল চামচ ( যদি কম-বেশি মিষ্টি খেতে চায় তবে সেক্ষেত্রে স্বাদমতো) দিতে হবে।
শেষ হলে মার্ক করে রাখুন
এরপর সবকিছু নেড়ে ভালোমতো মিশিয়ে জ্বাল করে নিতে হবে। জ্বাল করার সময়ে খেয়াল রাখতে হবে যে এটা যেন নিচে লেগে না যায়। এরপরে এতে একটু শুকনো মরিচগুঁড়া দিয়ে দিতে হবে। যখন আমের মিশ্রণটি শুকিয়ে পানি পানি ভাব থেকে হালুয়ার মতো আঠালো হয়ে আসবে তখন তা নামিয়ে রাখতে হবে।
শেষ হলে মার্ক করে রাখুন
একটি ট্রেতে বা খোলা প্লেটে তেল মেখে নিয়ে আমের মিশ্রণটিকে ছড়িয়ে দিতে হবে। মিশ্রণটিকে এমনভাবে ছড়িয়ে নিতে হবে যেন এটি কয়েকটি লেয়ারের মতো হয়। এরপরে আমসত্ত্বটিকে ২-৩ দিনের জন্য রোদে শুকাতে দিলেই তৈরী হয়ে যাবে মজাদার আমসত্ত্ব।
শেষ হলে মার্ক করে রাখুন
আপনিও এইগুলি পছন্দ করতে পারেন