Loading...
গরম ভাতের সাথে সর্ষে ইলিশ

মাছের রাজা ইলিশ আমাদের দেশের জাতীয় মাছ। খেতে অত্যন্ত সুস্বাদু এই মাছটি যেন বাঙালির ঐতিহ্যের একটি বিরাট অংশ। এই ইলিশ মাছের হরেক রকমের রান্না হয়, তেমনি বিখ্যাত একটি রেসিপি হলো সর্ষে ইলিশ বা সরিষা ইলিশ। আজকে আমরা জন্য কিভাবে ঘরেই খুব সহজেই এই রান্না করা সম্ভব

প্রয়োজনীয় উপকরণঃ

  • ইলিশ মাছের টুকরো - ৪/৫টি
  • আস্ত সাদা সরিষা - ৩ টে. চামচ
  • পোস্ত দানা - ৩ টে. চামচ
  • কাচা মরিচ - ৮টি
  • লবণ - ১ চা চামচ
  • হলুদ গুঁড়া - ১/৪ চা চামচ
  • মরিচ গুঁড়া - আধা চা চামচ
  • কালো জিরা - ১ চিমটি
  • পুষ্টি সরিষার তেল - ৪ টে. চামচ
  • পেঁয়াজ কুচি - আধা কাপ
  • পানি - পরিমানমতো

প্রস্তুত প্রণালী

  • 1

    ১ম ধাপ: মশলা তৈরি করে নিন

    একটি বাটিতে আস্ত সাদা সরিষা,পোস্ত দানা,৪টি কাচা মরিচ ও লবণ দিয়ে ভালোভাবে বেটে নিতে হবে

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    ২য় ধাপ: মাছ মেরিনেট করে নিন

    মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার এতে একে একে হলুদ গুঁড়া,মরিচ গুঁড়া,কালো জিরা, বেটে রাখা স্পেশাল মশলা ও পুষ্টি সরিষার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে ১০ মিনিটের জন্য মেরিনেট করে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    ৩য় ধাপ : মাছ রান্না করুন

    এবারে ইলিশ মাছটিকে একটি গরম ছড়ানো কড়াইতে ২ মিনিট রান্না করে নিতে হবে। তারপরে তা উল্টে দিয়ে আবার ওপিঠ ২ মিনিটের মতো রান্না করতে হবে। এরপরে এতে সামান্য পানি ও পেঁয়াজ কুচি দিয়ে মিডিয়াম আঁচে রান্না করতে হবে ৬-৭ মিনিটের মতো। এরপরে ঢাকনা উঠিয়ে এতে দিতে হবে কাঁচা মরিচ। ঝোলটি মাখা মাখা হয়ে এলে এবং তেল ভেসে উঠলে নামিয়ে পরিবেশন করুন গরম গরম সর্ষে ইলিশ

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন