ইদের সকালে সেমাই না খেলে যেন আমাদের ইদই শুরু হয় না। এমন কেউ নেই যারা ঈদের দিন ঘরে সেমাই তৈরি করে না। সেমাই মূলত ভার্মিসিলির মিষ্টি ভার্সন। চিকন আটার ফালিকে দুধ, চিনি, ঘি, কিশমিশ দিয়ে রান্না করে সেমাই তৈরি করা হয়। লাখো নতুন দেশি-বিদেশি ডেজার্টের ভিড়ে সেমাইএর জনপ্রিয়তা আজও অটুট।