মধ্য প্রাচ্যের দেশগুলোর জনপ্রিয় মিষ্টান্ন “মালহাবিয়া”। অধিক জনপ্রিয়তার কারণে বর্তমানে আমাদের দেশের কিছু টার্কিশ এবং অ্যারাবিয়ান রেস্টুরেন্টেও এটি পাওয়া যায়। এর রেসিপিটি এতই সহজ যে ঘরে বসেই তৈরি করা সম্ভব। এই ইদে মেহমানদের তাক লাগিয়ে দিন ক্রিমি স্বাদের লোভনীয় মালহাবিয়া সার্ভ করে।