Loading...
মগজের চপ

 কোরবানির এই সময়ে গরুর মাংস ছাড়াও আমরা গরুর ভুড়ি,মগজ খেয়ে থাকি। গরুর ভুড়ি বা বট স্ট্রিটফুড হিসেবে খ্যাত হলেও গরুর মগজ বাসায় রান্না ছাড়া খুব একটা খাওয়া হয় না। বাসায় বসে পুরান ঢাকার বিখ্যাত চাপের স্বাদ এখন পাওয়া যাবে বাড়িতেই। তবে চলুন এই স্পেশাল আইটেমটি দেখে নেই-

প্রয়োজনীয় উপকরণঃ

  • গরু অথবা খাসির মগজ ১কাপ
  • সেদ্ধ আলু (গ্রেট করা) ২টি
  • পেঁয়াজ কুচি (মিহি) আধা কাপ
  • রসুন বাটা ১ চা-চামচ
  • আদা বাটা ১ চা-চামচ
  • গরম মসলা গুঁড়া ১ চা-চামচ
  • গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ
  • হলুদ গুঁড়া সামান্য
  • ফেটানো ডিম ১টি
  • ১ কাপ ব্রেড ক্রাম্ব
  • লবণ স্বাদমতো
  • পুষ্টি সয়াবিন তেল ভাজার জন্য।

প্রস্তুত প্রণালী

  • 1

    মগজ পরিষ্কার করে মশলা মেখে নিন

    প্রথমে মগজের পানি হাতে দিয়ে ভালোভাবে চেপে ঝরিয়ে নিন। লেগে থাকা রক্ত পরিষ্কার করে নিন। এরপর পাউরুটি ভিজিয়ে নরম করে সেগুলো মগজের সঙ্গে ভালোকরে মিশিয়ে নিন। এবার ডিম ও কর্নফ্লাওয়ার ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে আধা ঘণ্টা ঢেকে রাখুন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    কাবাবের আকারে তৈরি করে ভেজে নিন

    আধগন্টা পর মাখানো মগজ হাত দিয়ে গোল করে একটু চাপ দিয়ে কাবাব আকারে তৈরী করে নিন। এবার একটি বাটিতে অল্প পানি দিয়ে কর্নফ্লাওয়ার ও ডিম একসঙ্গে ফেটে নিন। এই মিশ্রণে কাবাব ডুবিয়ে গরম তেলে মাঝারি আঁচে উল্পেপাল্টে ভাজুন।ভাজা হলে তেল ছেকে গরম গরম পরিবেশন করুন।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন