বিকেলের নাস্তায় বা দুপুরের ক্ষিধে মেটাতে সমুচার জুড়ি মেলা ভার। দেশীয় এই ঝাল নাস্তাটি খেতে বেশ মচমচে হয়ে থাকে। পুর বানিয়ে তা ময়দার শীটে মুড়িয়ে তেলে ভাজা এই খাবারটি ছোট থেকে বড় সকলেরই কম-বেশি পছন্দ। মজাদার এই নাস্তাটি যেকোনো এলাকার হোটেলে পাওয়া যায়। তবে বাসায় খুব সহজেই বানানো সম্ভব এই নাস্তাটি,কিভাবে চলুন তা দেখে নেওয়া যাক