চলে এসেছে বাংলা নববর্ষ। রমজানের কারণে এ বছর আপনার বর্ষবরণ নিয়ে তেমন কোনো প্ল্যান না থাকলেও, চাইলে ঘরে বসেই কিন্তু পরিবারকে এনে দিতে পারেন নববর্ষের আমেজ। বলছিলাম ইলিশের নানা পদের কথা, কারণ বাংলা নববর্ষ উদ্যাপনের সাথে ইলিশের সম্পর্ক তো অবিচ্ছেদ্য। আর ইলিশ ভেজে, ভাপে সরষে দিয়ে অথবা সাধারণ তরকারি, ইলিশ কে যেভাবেই রান্না করা হোক না কেন এর স্বাদ সব সময়ই অতুলনীয়। তেমনি ইলিশ মাছ দিয়ে তেহারিও হয় দারুণ সুস্বাদু। এরই অংশ হিসেবে আজ আপনার জন্য থাকছে ইলিশ তেহারি রান্নার রেসিপি।