Loading...
ইলিশ তেহারি

চলে এসেছে বাংলা নববর্ষ। রমজানের কারণে এ বছর আপনার বর্ষবরণ নিয়ে তেমন কোনো প্ল্যান না থাকলেও, চাইলে ঘরে বসেই কিন্তু পরিবারকে এনে দিতে পারেন নববর্ষের আমেজ। বলছিলাম ইলিশের নানা পদের কথা, কারণ বাংলা নববর্ষ উদ্‌যাপনের সাথে ইলিশের সম্পর্ক তো অবিচ্ছেদ্য। আর ইলিশ ভেজে, ভাপে সরষে দিয়ে অথবা সাধারণ তরকারি, ইলিশ কে যেভাবেই রান্না করা হোক না কেন এর স্বাদ সব সময়ই অতুলনীয়। তেমনি ইলিশ মাছ দিয়ে তেহারিও হয় দারুণ সুস্বাদু।  এরই অংশ হিসেবে আজ আপনার জন্য থাকছে ইলিশ তেহারি রান্নার রেসিপি।

প্রয়োজনীয় উপকরণঃ

  • ১০-১২ পিস ইলিশ মাছ
  • ১ কেজি পুষ্টি চিনিগুঁড়া চাল
  • ১ কাপ পেঁয়াজ কুচি
  • ১/২ কাপ টমেটো সস
  • ১ কাপ সরিষার তেল
  • ২টি তেজপাতা
  • দুই টুকরা দারুচিনি
  • ৪-৫টি এলাচ
  • ১টা জায়ফল
  • ২টা জয়ত্রি
  • পরিমাণ মতো লবণ
  • ১ চা চামচ আদা বাটা
  • ১ চা চামচ রসুন বাটা
  • ১/২ চা চামচ জিরা বাটা
  • ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা
  • ২ টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা বাটা
  • ১ চা চামচ কাঁচা মরিচ ও ধনিয়া পাতা বাটা
  • ১ চা চামচ শুকনো মরিচ বাটা
  • ১ চা চামচ সাদা গোলমরিচ
  • ২ চা চামচ সরিষা বাটা

প্রস্তুত প্রণালী

  • 1

    মাছ ও মশলা প্রস্তুত করে নিন

    প্রথমে চুলায় একটি শুকনো তাওয়া অল্প আঁচে বসিয়ে নিন। এরপর গরম মশলার সব উপকরণ একসঙ্গে তাওয়ায় দিন। ৫ মিনিট নেড়েচেড়ে ভেজে গুঁড়া করে নিন। সব বাটা মশলা একটু পানি দিয়ে একসাথে একটি পাত্রে ভালো করে মেশান। এই ফাঁকে পোলাও চাল ধুয়ে পানি ঝরাতে দিন। ২ লিটার পানি চুলায় গরম হতে দিন। হাঁড়ি চুলায় বসান, গরম হলে আধা কাপ সরিষার তেল দিন। এবার বাটা মশলার মিশ্রণ তেলে দিন ও নাড়তে থাকুন। টমেটো সস ও পরিমাণমতো লবণ দিন। সুগন্ধ বের হলে মাছ বিছিয়ে দিন; কষিয়ে নিন। এবার পরিমাণমতো গরম পানি দিয়ে ১০ মিনিট সিদ্ধ করুন। মাছ সিদ্ধ হওয়ার পর যখন তেল বের হবে এবং সামান্য ঝোল থাকবে, তখন চুলা বন্ধ করে দিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    পোলাও রান্না করে নিন

    অন্য একটি বড় হাঁড়িতে বাকি আধা কাপ সরিষার তেল দিন। তেল গরম হলে আস্ত এলাচ, দারুচিনি, তেজপাতা ছেড়ে দিন। অল্প ভেজে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ নরম হলে চাল ছেড়ে দিন। ১৫ মিনিট নেড়েচেড়ে ভাজুন। এবার ওই চালে গরম ২ লিটার পানি দিন। ১ চা-চামচ লবণ দিয়ে হাঁড়ি ঢেকে দিন। চাল ফুটে পানি যখন প্রায় শুকিয়ে আসবে, তখন চুলা বন্ধ করে দিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    দম দিয়ে মাছ সিদ্ধ করে নিন

    একটি পুরু তলার বড় হাঁড়িতে প্রথমে অর্ধেক পোলাও বিছিয়ে দিন। এবার মাছগুলো সাবধানে তুলে পোলাওয়ের ওপর বিছিয়ে দিন, যেন ভেঙে না যায়। কাঁচা মরিচ বিছিয়ে দিয়ে গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিন। বাকি পোলাও বিছিয়ে দিয়ে উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিন। এবার ২ চামচ সরিষার তেল উপরে ছিটিয়ে দিন। এবার চুলার ওপর তাওয়া রেখে তাওয়ার ওপর হাঁড়ি রেখে চুলা জ্বেলে দিন। হাঁড়ির মুখ ঢাকনা দিয়ে লাগিয়ে নিন। চাইলে নরম করে মাখা আটা ঢাকনার কিনারে লাগিয়ে সিল করে দিতে পারেন। এভাবে অল্প আঁচে রাখুন ২০ মিনিট। একেই বলে দম দেয়া। সব শেষে চুলা থেকে নামিয়ে পোলাও আর মাছের টুকরাগুলো হালকা নেড়েচেড়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ইলিশ তেহারি।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন

কোরাল মাছ ভুনা

চিকেন স্টেক