খাবারের সঙ্গে সালাদ খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুব কমই আছে। শুধুমাত্র সালাদও কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। সালাদ এতোটাই পুষ্টিকর ও ফাইবারে পরিপূর্ণ যে, দিনের যেকোন সময়েই আপনি চাইলে সালাদ খেতে পারেন। এতে করে যেমন সুস্থ ও সবল থাকবেন, তেমনি শরীরেরও হবে নানা উপকার।