পিজ্জা সাধারণত নাস্তা হিসেবে জনপ্রিয়। পিজ্জা বিভিন্ন প্রকারের হয়। কিন্তু এত এত রকমের পিজ্জার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে চিকেন ব্রেস্ট পিজ্জা। চাইলে বাসাতেই বানিয়ে নেওয়া যায় এই পিজ্জা। চলুন দেখে নেওয়া যাক রেসিপি
পিজ্জা সাধারণত নাস্তা হিসেবে জনপ্রিয়। পিজ্জা বিভিন্ন প্রকারের হয়। কিন্তু এত এত রকমের পিজ্জার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে চিকেন ব্রেস্ট পিজ্জা। চাইলে বাসাতেই বানিয়ে নেওয়া যায় এই পিজ্জা। চলুন দেখে নেওয়া যাক রেসিপি
প্রয়োজনীয় উপকরণঃ
প্রস্তুত প্রণালী
কুসুম গরম পানিতে চিনি ও ইস্ট গুলিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। ডো এর শুকনা উপকরন গুলো একসাথে মিশিয়ে নিন। ইস্ট ফুলে উঠলে আটায় অল্প অল্প করে দিয়ে একটি সফ্ট ডো তৈরি করে ঢেকে রাখুন ১/২ ঘন্টা ।
শেষ হলে মার্ক করে রাখুন
চিকেন সব মশলা গুলো নেড়েচেড়ে ঢেকে দিতে হবে। সিদ্ধ হয়ে এলে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিতে হবে।
শেষ হলে মার্ক করে রাখুন
ডো ফুলে দ্বিগুণ হয়ে উঠলে পিজ্জার আকৃতি দিয়ে দিন। এরপর প্রথমে পিজা সস তারপর চিজ বিছিয়ে দিয়ে চিকেন বিছিয়ে দিন। তারপর ক্যাপ্সিকাম, পেঁয়াজ কুচি বিছিয়ে দিয়ে সর্বশেষে আরও চিজ ছড়িয়ে দিন। ৯-১০ ইঞ্চি পিজা প্যানে সেট করা যাবে। এবার প্রিহিটেড ওভেনে ১৬০-১৭০ ডিগ্রি সেলসিয়াসে ১৫ মিনিট বেক করে নিলেই রেডি দারুণ মজাদার চিকেন পিজ্জা।
শেষ হলে মার্ক করে রাখুন
আপনিও এইগুলি পছন্দ করতে পারেন