Loading...
ঘরেই বানান গরম মজাদার হট চকলেট

আমাদের দেশে সাধারণত হট চকলেট এর প্ৰচলন দেখা যায় না। কিন্তু বাইরের দেশের ক্যাফেগুলোতে বেশ পরিচিত মুখ এই রেসিপিটি। গরম চায়ের মতো এই রেসিপিটি খেতে বেশ মজাদার। ক্রিমি স্বাদের এই খাবারটি ঘরেই খুব সহজে বানানো যায়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে

প্রয়োজনীয় উপকরণঃ

  • তরল দুধ - দেড় কাপ
  • দারচিনি - ২টি
  • ভ্যানিলা এসেন্স - আধা চা চামচ
  • মিল্ক ও ডার্ক চকলেট - আধা কাপ
  • চিনি - স্বাদমতো

প্রস্তুত প্রণালী

  • 1

    ১ম ধাপ: দুধ গরম করে নিন

    একটি প্যানে তরল দুধ,দারচিনি ও ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোমত নেড়ে মিশিয়ে নিন।এবার এটি কিছুক্ষন গরম করে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    ২য় ধাপ: চকলেট যোগ করে নিন

    এবার গরম দুধে চকলেট ও চিনি দিয়ে ভালোমত নাড়তে থাকুন চকলেট মিশে যাওয়া পর্যন্ত।এবার আরেকটু ঘন করে নামিয়ে পরিবেশন করুন হট চকলেট

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন

মালাবার চিকেন কারি

কাঁচা আমের শরবত

নকশি পিঠা