মিষ্টিজাতীয় খাবার খেতে অনেকে পছন্দ করেন। মিষ্টি আইটেমের মধ্যে সবচেয়ে কম সময়ে যদি কিছু বানাতে চান তবে তা হতে পারে মালাই চপই। আর যদি সেটা হয় নিজের হাতের, তাহলে তো কথাই নেই। এটা খেতে যেমন সুস্বাদু তেমনি তৈরি করাটাও সহজ। চলুন, দেখে নেওয়া যাক মালাই চপের রেসিপি।