তাই আজকে আমরা বলবো এরকমই একটা আচারের ধরণের কথা যা হলো আমলকির মিষ্টি আচার। আপনি চাইলে ঝাল, টক-ঝাল বা টক-ঝাল-মিষ্টি করেও এই আচার বানাতে পারেন, যার যেরকম পছন্দ। আজ আমরা কথা বলবো আমলকির মিষ্টি আচার নিয়ে। তো চলুন ঝটপট জেনে নেওয়া যাক।
তাই আজকে আমরা বলবো এরকমই একটা আচারের ধরণের কথা যা হলো আমলকির মিষ্টি আচার। আপনি চাইলে ঝাল, টক-ঝাল বা টক-ঝাল-মিষ্টি করেও এই আচার বানাতে পারেন, যার যেরকম পছন্দ। আজ আমরা কথা বলবো আমলকির মিষ্টি আচার নিয়ে। তো চলুন ঝটপট জেনে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণঃ
প্রস্তুত প্রণালী
প্রথমেই আমলকি কেটে ছোট ছোট টুকরা করে নিতে হবে। এরপর তেঁতুল গরম পানিতে ভিজিয়ে রেখে বিচি ফেলে পেস্ট তৈরি করে নিন। তেঁতুলের পেস্টের সঙ্গে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মেথি গুঁড়া ও লবণ মিশিয়ে রাখতে হবে।
শেষ হলে মার্ক করে রাখুন
এরপর কড়াইয়ের অর্ধেক তেল দিয়ে গরম হতে সময় দিন। তেল গরম হলে তাতে আমলকি গুলো ভেজে নিন। এরপর কড়াই কিছুক্ষণ ঢেকে রাখুন। এতে করে আমলকিগুলো নরম হবে। আমলকিগুলো নরম হয়ে এলে তেঁতুলের পেস্ট দিয়ে মাখিয়ে নিন এবং সাথে বাকি তেল টুকু ঢেলে দিন। তেল ঢালার পর ১০ মিনিট নাড়াচাড়া করুন। তারপর কিছুটা মাখা মাখা হয়ে আসলে গুড় দিয়ে দিন।
শেষ হলে মার্ক করে রাখুন
এবার অন্য একটা প্যানে ১ টেবিল চামচ পরিমান তেল নিন। তারপর এতে সরিষা ও মেথি ছেড়ে দিন। যখন এই তেল ফুটতে শুরু করবে তখন আমলকির মিশ্রনে তেলটি ছেড়ে দিন। এই তেলের মিশ্রনটি আমলকির মিশ্রনের সাথে মাখিয়ে নিন। তারপর আচারটি হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিন। এরপর ঠান্ডা করে পরিবেশন করুন।
শেষ হলে মার্ক করে রাখুন
আপনিও এইগুলি পছন্দ করতে পারেন