Loading...
দারুণ মজাদার ঝালমুড়ি

বাংলাদেশে ঝালমুড়ির চেয়ে সবচেয়ে জনপ্রিয় স্ট্রিটফুড আর নেই। ছোটো থেকে বড় সবার জীবনেই ঝালমুড়ি শৈশবের একটি বড় অংশ জুড়ে মিশে আছে। যেকোনো আড্ডায় বা আয়োজনে খুব সহজেই সঙ্গী হতে পারে ঝালমুড়ি। চলুন দেখে নেই কীভাবে খুব সহজেই বানানো যায় স্ট্রিট স্টাইলের ঝালমুড়ি।

প্রয়োজনীয় উপকরণঃ

  • মরিচের গুঁড়া - ১ চা চামচ
  • হলুদের গুঁড়া - আধা চা চামচ
  • ধনিয়া গুঁড়া - আধা চা চামচ
  • জিরা গুঁড়া - আধা চা চামচ
  • পানি - ১/৪ কাপ
  • সরিষার তেল - ১ কাপ
  • পেঁয়াজ বাটা - ১ কাপ
  • রসুন বাটা - ১ চা চামচ
  • আদা বাটা - ১ চা চামচ
  • বিট লবণ - স্বাদমতো
  • লবণ - স্বাদমতো
  • গরম মশলা - ২ টে. চামচ
  • আচারের মশলা - ২ টে. চামচ
  • মুড়ি - পরিমাণমতো
  • পেঁয়াজ কুচি - পরিমাণমতো
  • কাঁচা মরিচ কুচি - পরিমাণমতো
  • ধনিয়া পাতা কুচি - পরিমাণমতো
  • লেবুর খোসা কুচি - পরিমাণমতো
  • চানাচুর - পরিমাণমতো
  • রান্না করা ছোলাবুট - পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

  • 1

    ১ম ধাপ: মশলা তৈরি করে নিন

    একটি বাটিতে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ও পানি দিয়ে মিশিয়ে নিন। এবার একটি কড়াইতে সরিষার তেল দিয়ে এতে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা দিয়ে কিছুক্ষন ভেজে নিন। এবারে সেই মিশিয়ে রাখা মশলার মিশ্রণ দিয়ে এতে বিট লবণ ও লবণ দিয়ে মিশিয়ে নিন। এবারে এতে গরম মশলা ও আঁচারের মশলা দিয়ে মিশিয়ে কষিয়ে নিন কিছুক্ষণ।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    ২য় ধাপ: ঝালমুড়ি তৈরি করে নিন

    এবারে মুড়ির সাথে বানিয়ে নেওয়া মশলা, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, লেবুর খোসা কুচি, চানাচুর ও রান্না করা ছোলাবুট দিয়ে ভালোমতো মিশিয়ে তৈরি করে নিন ঝালমুড়ি।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন