Loading...
খাবারের ভিন্নতায় মজাদার খাও সুয়ে নুডল্‌স

চটপট ক্ষুদা মেটানোর জন্য নুডল্‌সের জুড়ি মেলা ভার।কিন্তু নুডল্‌স যদি বিভিন্ন ধরণের হয় এবং তা দিয়ে ভিন্ন ধরণের রেসিপি বানানো যায় তবে তা স্বাদকে করে তোলে দ্বিগুন।নুডল্‌সকে মেইন কোর্স হিসাবে তৈরী করা সম্ভব,যা দিয়ে সহজেই মেটাতে পারেন লাঞ্চ, ব্রেকফাস্ট ও ডিনারের চাহিদা।তেমনি এক রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে-

প্রয়োজনীয় উপকরণঃ

  • তেল - ২ টেবিল চামচ
  • পেঁয়াজ বাটা - একটি ছোট বাটি
  • তেজপাতা - ১টি
  • হাড়বিহীন মুরগির মাংস - আধা কেজি
  • লবণ - ১ চা চামচ
  • জিরাগুঁড়া - ১ চা চামচ
  • ধনিয়াগুঁড়া - ১ চা চামচ
  • আদা বাটা - ২ চা চামচ
  • রসুন বাটা - ১ চা চামচ
  • হলুদগুঁড়া - সোয়া চা চামচ
  • বেসন - ২ টেবিল চামচ
  • লবনহীন চিকেন স্টিউ - ৩ কাপ
  • নারিকেলের দুধ - ১ কাপ
  • লবণ - স্বাদমতো
  • স্টিক নুডলস - ১ প্যাকেট
  • পাতলা করে কাটা শসা - ১টি
  • চিনা বাদামগুঁড়া - ১ চিমটি
  • শুকনো মরিচগুঁড়া - ১ চিমটি
  • বেরেস্তা - ১ চিমটি
  • পেঁয়াজ পাতা কুচি - ১ চিমটি
  • ধনিয়া পাতা কুচি - ১ চিমটি
  • আটার কাঁচা রুটি - ১টি
  • কাঁচা মরিচ কুচি - ১ চিমটি

প্রস্তুত প্রণালী

  • 1

    গ্রেভি তৈরী করে নিন

    একটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজবাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবার একটি তেজপাতাকে মাঝখান দিয়ে ছিড়ে কড়াইতে দিয়ে নেড়ে নিতে হবে। এবার হাড়বিহীন মুরগির মাংস দিয়ে তাতে ১ চা চামচ লবণ,১ চা চামচ জিরাগুঁড়া, ১ চা চামচ ধনিয়াগুঁড়া,২ চা চামচ আদাবাটা, ১ চা চামচ রসুনবাটা দিয়ে পুরো জিনিসটি ঠিকমতো নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে তাতে সোয়া চামচ হলুদগুঁড়া দিয়ে তা ৭-৮ মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে। এরপরে তাতে ২ টেবিল চামচ বেসন দিয়ে তা মিশিয়ে নিতে হবে। এবার এতে ৩ কাপ চিকেন স্টিউ দিয়ে তাতে ১ কাপ নারিকেলের দুধ দিয়ে দিতে হবে। সাথে যোগ করতে হবে ১ কাপ পানি। এরপরে এতে স্বাদমতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে ১৫-২০ মিনিট পর্যন্ত রান্না করতে হবে।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    রুটি ভেজে নিন

    একটি কাঁচা রুটিকে কেটে নিতে হবে ছোট নিমকির আকারে।এরপরে তা ডুবন্ত তেলে রুটির টুকরোগুলো ভেজে নিতে হবে বাদামি হওয়া পর্যন্ত। এরপরে একটি পাতিলে পানি গরম করে তাতে লবণ দিয়ে নেড়ে স্টিক নুডলসগুলো সিদ্ধ করে নিতে হবে। তারপরে একটি ছাকনি দিয়ে নুডলসগুলো থেকে পানি ছাড়িয়ে নিতে হবে।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    নুডলস তৈরী করে নিন

    একটি ছড়ানো বাটিতে প্রথমে নুড্লসগুলো নিয়ে তাতে পিলার দিয়ে পিল করা শসা কুচি, এক চিমটি চিনা বাদামগুঁড়া, এক চিমটি শুকনো মরিচগুঁড়া,এক চিমটি বেরেস্তা, এক চিমটি পেঁয়াজপাতা, এক চিমটি ধনিয়াপাতা কুচি,ভেজে রাখা রুটির টুকরো,এক চিমটি কাঁচা মরিচ কুচি দিয়ে তাতে চিকেন স্টিউ দিয়ে পরিবেশন করুন গরম গরম খাও সুয়ে।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন