ইফতারে ভাজা পোড়া বাদ দিয়ে বা সেহেরিতে নতুনত্ব আনতে, নারকেলের দুধ দিয়ে মুরগি রান্না করে দেখতে পারেন। এই কারি লুচি, পরোটা, নান, ভাত, পোলাও সব কিছুর সাথেই খাওয়া যায়। এর স্বাদ অনেকটা মালাইকারির মতো বলে অনেকে একে চিকেন মালাইকারিও বলে থাকে। কষিয়ে রান্না করতে হয় বলে একটু সময় সাপেক্ষ, তবে রান্নার অতুলনীয় স্বাদে আপনার এই সময় ব্যয় ষোল আনা স্বার্থক হবে।