গার্লিক চিকেন মূলত কন্টিনেন্টাল একটি রেসিপি। তবে রান্নার ধরণ জায়গা ভেদে আলাদা। একই রেসিপিতে গার্লিক চিকেনের মতো, গার্লিক প্রণ বা ফিশও রান্না করা যায় । বিভিন্ন কন্টিনেন্টাল রেস্টুরেন্টে কিংবা বুফে তে গেলে এই আইটেমটি সবারই পছন্দের তালিকায় থাকে। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করে ফেলতে পারেন যেকোনো সময়। স্টিমড রাইস বা ফ্রাইড রাইসের সাথে এটি খেতে খুবই ভালো লাগে।