Loading...
রুই মাছের কালিয়া

বাঙালি রান্নার সংস্কৃতিতে কালিয়া খুব প্রাচীন একটি পদ। মাছ কিংবা মাংসের কালিয়া খেতে পছন্দ করবে না এমন বাঙালি পাওয়া মুশকিল। রুই মাছের কালিয়া একটি অন্যতম প্রধান ও খুবই সুস্বাদু কালিয়ার রেসিপি। এর ঘন মসলাযুক্ত ঝোল ও তেল এই রেসিপিকে রুই মাছের অন্য সকল রেসিপি থেকে আলাদা করেছে।  আমাদের দেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গেও এটি খুবই জনপ্রিয়। এটি মেহমান আপ্যায়নে ও বিশেষ দিনে রান্নার উপযোগী একটি রেসিপি।

প্রয়োজনীয় উপকরণঃ

  • ৬ টুকরা মাছ (বড়ো সাইজের রুই মাছ)
  • ১/২ চা চামচ লবণ
  • ১/২ চা চামচ হলুদ গুঁড়া
  • ১/২ চা চামচ মরিচ গুঁড়া
  • ১ চিমটি জিরা
  • ১ চিমটি কালো জিরা
  • ২টি শুকনা মরিচ
  • ১/৪ কাপ পেঁয়াজ বাটা
  • ২ টি এলাচ
  • ১ টি টমেটো (মাঝারি সাইজের)
  • ৪-৫ টি কাঁচা মরিচ
  • ৩ টেবিল চামচ টকদই
  • ৪ চা চামচ কাজু বাদাম বাটা
  • ২ টেবিল চামচ ধনিয়া পাতা কুঁচি
  • ১/২ চা চামচ চিনি
  • ১/৪ কাপ তেল
  • ১ টি তেজপাতা
  • ১/৪ চা চামচ গরম মশলা গুঁড়া
  • ১/২ চা চামচ হলুদ গুঁড়া
  • ১ চা চামচ মরিচ গুঁড়া
  • ১/২ চা চামচ ধনিয়া গুঁড়া
  • ১ চা চামচ জিরা গুঁড়া
  • ১.৫ চা চামচ রসুন বাটা
  • ১ চা চামচ আদা বাটা
  • স্বাদমতো লবণ

প্রস্তুত প্রণালী

  • 1

    মাছ মেরিনেট ও ভাজা

    একটি বাটিতে রুই মাছের টুকরা গুলোতে লবণ, হলুদ-মরিচ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে ১৫ মিনিট রেখে দিন। এরপর একটি প্যানে তেল গরম করে মাঝারি আঁচে মাছের টুকরা গুলোর দুই পাশ ৪-৫ মিনিট করে ভেজে তুলে নিতে হবে।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    মসলা কষানো

    চুলার আঁচ মাঝারি রেখে মাছ ভাজার তেলে শুকনা মরিচ, তেজপাতা, এলাচ, জিরা ও কালো জিরা ফোঁড়ন দিন, ৩০ সেকেন্ড নাড়া-চাড়া করে তাতে পেঁয়াজ, আদা-রসুন বাটা দিয়ে কষাতে থাকুন প্রায় ৮-১০ মিনিট। হালকা ভাজা-ভাজা হয়ে মসলার পানি শুকিয়ে তেল ছেড়ে দিলে; এতে ১/৪ কাপ পানি দিয়ে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়া ও লবন দিয়ে ৬-৭ মিনিট কষিয়ে নিন যাতে কোনো মসলার কাঁচা গন্ধ না থাকে। পানি শুকিয়ে এলে ফেটানো টক দই ও কাজুবাদাম বাটা দিয়ে আরও ৫-৬ মিনিট নেড়ে চেড়ে কষিয়ে তাতে ভেজে রাখা মাছ গুলো মাছ গুলো বিছিয়ে দিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    বাকি রান্না ও পরিবেশণ

    কষানো মসলায় মাছ গুলো দেওয়ার পর ১/২ কাপ গরম পানি দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করতে হবে আরও ১৫ মিনিটের মতো, ১৫ মিনিট পর ঢাকনা তুলে তাতে গরম মসলা গুঁড়া ও চিনি দিয়ে নেড়ে-চেড়ে তাতে ধনিয়া পাতা চড়িয়ে উপরে কাঁচামরিচ ফালি দিয়ে ঢেকে আরও ৫ মিনিট ঢেকে রান্না করে নামিয়ে পরিবেশন করুন দারুন স্বাদের মাছের কালিয়া।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন