মেক্সিকান খাবার নাচোস। যা মূলত অনেক রকমের জিনিসের মিশ্রনে তৈরি একটি খাবার। নাস্তা হিসেবে জনপ্রিয় এই খাবারটি বর্তমানে আমাদের দেশের ফাস্টফুড রেস্টুরেন্টগুলোর এক পরিচিত নাম। যেকোনো রেস্টুরেন্টের মেনুতে খুঁজে পাওয়া যায় এই মেক্সিকান ডিশটির বাংলাদেশী সংস্করণ। আর কীভাবে সেই রেসিপিটিকে ঘরে খুব সহজেই তৈরি করবেন তা নিয়েই আমাদের আজকের আয়োজন।