Loading...
এগ রোল রাইস

বিকালের নাস্তায় আমরা অনেক ধরনের রোল খেয়েছি। কিন্তু ব্যতিক্রম হিসেবে রান্না করা ভাতের সামঞ্জস্যে একদমই নতুন আমাদের কাছে। শুনতে অবাক লাগলেও খেতে সুস্বাদু এই রেসিপিটিই দেখবো আজ আমরা

প্রয়োজনীয় উপকরণঃ

  • পরিমাণ মতো পুষ্টি সয়াবিন তেল
  • স্বাদ অনুসারে লবণ
  • ১ টা পেঁয়াজ কুচি
  • ২ টি ডিম
  • ২ চা চামচ রসুন কুচি
  • ১ চা চামচ গোল মরিচ গুঁড়ো
  • ১ চা চামচ আদা রসুন বাটা
  • ১ চা চামচ সোয়া সস
  • ১ চা চামচ ভিনেগার
  • পরিমান মতো ময়দা মাখা
  • ১ বাটি ভাত
  • ১৫০ গ্রাম বোন লেস চিকেন
  • ১ চা চামচ কাঁচা মরিচ কুচি
  • ১/২ কাপ ক্যাপ্সিকাম কুচি
  • ১/২ কাপ গাজর কুচি
  • ১/২কাপ বিন্স কুচি

প্রস্তুত প্রণালী

  • 1

    চিকেন ধুয়ে সিদ্ধ করে নিন

    চিকেন ধুয়ে পানি ঝরিয়ে নিন। ভাত আগে থেকে রান্না করে নিতে হবে। ডিম ফেটিয়ে এক চা চামচ তেল গরম করে সামান্য লবণ যোগ করে ভাজি বানিয়ে নিন। এবং একটা পাত্রে সামান্য পানি গরম করে তার মধ্যে স্বাদ মতো লবণ ও আদা রসুন বাটা এবং সামান্য গোল মরিচ গুঁড়ো মিশিয়ে চিকেন সিদ্ধ করে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    সবকিছু ভেজে মিশিয়ে নিন

    এরপর কড়াইতে তেল গরম করে রসুন কুচি ও আদা রসুন বাটা দিয়ে সামান্য ভেজে নিয়ে কুচানো সব্জি ও সোয়া সস দিয়ে হালকা ভেজে নিন এবং ভিনিগার দিয়ে তার মধ্যে সিদ্ধ করা চিকেন ও ডিমভাজি দিয়ে মিশিয়ে গোল মরিচ গুঁড়ো মিশিয়ে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    রোল প্রস্তুত করে ভেজে নিন

    ভাত ও স্বাদ অনুসারে লবণ দিয়ে মিশিয়ে নিন। এবার ময়দা কেটে পাতলা করে বেলে হাল্কা একদম কম আঁচে দুই দিকে সামান্য সেকে নিয়ে চার কোন করে করতে মাঝখানে ভাতের পুর ভরে নিন। একটা পাত্রে এক চামচ ময়দা সামান্য পানি মিশিয়ে পেস্ট করে নিন। তারপর ওই পাতলা রুটির চার পাশে ময়দা মাখিয়ে মুড়িয়ে নিয়ে ময়দার পেষ্ট দিয়ে আটকে দিন। তারপর পাত্রে তেল গরম করে মাঝারি আঁচে রোল গুলো লাল লাল করে ভেজে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন