Loading...
টার্কিশ তুলুম্বা রেসিপি

তুর্কির বিখ্যাত ডেজার্ট বা স্ন্যাক বলতে গেলেই প্রথমে তুলুম্বা ও টার্কিশ ডিলাইটের কথা মাথায় আসে। তুলুম্বার স্বাদ কিছুটা সিরায় ভেজানো মোটা জিলাপির মতো।  আমাদের দেশীয় পিঠা সিরায় ভিজানো পাকন পিঠার সাথেও টার্কিশ এই ডেজার্টের মিল রয়েছে তবে বানানোর পদ্ধতি অনুযায়ী তুলুম্বা অত্যন্ত সহজ। 


নিচের রেসিপি থেকে জানতে পারবেন  কিভাবে খুব সহজেই তৈরি করা যাবে এই বাহারি টার্কিশ তুলুম্বা।

প্রয়োজনীয় উপকরণঃ

  • ১.২৫ কাপ পানি
  • ২ টেবিল চামচ মাখন
  • ১.২৫ কাপ ময়দা
  • ১/২ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার
  • ১.৫ টেবিল চামচ সুজি
  • ৩ টি ডিম
  • ১ টি নজেল সহ পাইপিং ব্যাগ
  • ডুবো তেলে ভাজার জন্য তেল
  • ১.৫ কাপ চিনি
  • ১ কাপ পানি
  • ২ চা চামচ লেবুর রস

প্রস্তুত প্রণালী

  • 1

    খামির তৈরি

    একটি পাত্র চুলায় মাঝারি আঁচে বসিয়ে তাতে পানি গরম করে, পানিতে মাখন দিয়ে ফুটে উঠা পর্যন্ত গরম করতে হবে। পানি ফুটে মাখন গলে আসলে তাতে ময়দা দিয়ে অনবরত নেড়ে রুটির আটার মত রান্না করতে হবে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এতে সুজি ও কর্ণফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মেখে একটি খামির তৈরি করতে হবে। এর পর খামিরে একটি করে ডিম দিয়ে মিশিয়ে, আবার ডিম দিয়ে ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিন, শেষ ডিমটি দিয়ে ভালোভাবে ফেটে মসৃণ মিশ্রণ তৈরি করতে হবে।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    সিরা তৈরি

    একটি পাত্রে চিনি ও পানি নিয়ে চুলায় মাঝারি আঁচে রান্না করুন চিনি গলে যাওয়া পর্যন্ত। চিনি সম্পূর্ণভাবে গলে গেলে এতে লেবুর রস দিয়ে আরও ৩-৪ মিনিট রান্না করে নামিয়ে নিন চুলা থেকে। নামিয়ে হালকা ঠান্ডা করুন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    তুলুম্বা তৈরি ও পরিবেশণ

    একটি পাইপিং ব্যাগে তুলুম্বার খামির নিয়ে নিন। একটি কড়াইয়ে তেল গরম করে আঁচ একেবারে কমিয়ে দিন। পাইপিং ব্যাগ কড়াইয়ের উপর ধরে চেপে নজেল দিয়ে খামির বের করুন যতটুকু লম্বা করতে চান সে পর্যন্ত আসলে কাঁচি দিয়ে কেটে তেলে ছেড়ে দিন। একবারে অনেকগুলো তুলুম্বা তেলে দেওয়া যাবে না এমনভাবে দিতে হবে যাতে তুলুম্বা গুলো তেলে ভাসতে পারে। মৃদু আঁচে এইগুলো সোনালি করে ভেজে হালকা ঠান্ডা করে চিনির সিরায় একবার চুবিয়ে তুলে নিন। এইভাবে সবগুলো ভেজে চিনির সিরায় দেওয়া হলে উপরে বাদাম দিয়ে পরিবেশন করুন।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন