মাসালা দোসা একটি ভারতীয় খাবার হলেও এর জনপ্রিয়তা এখন আমাদের দেশেও ব্যাপক। বিশেষ করে মাসালা দোসা খাবারটি স্ট্রিট ফুড হিসেবে আমাদের দেশে দারুণ জনপ্রিয়তা লাভ করেছে ।
ব্রেকফাস্ট হোক কিংবা লাঞ্চ, অফিস পাড়ায় এটিই হল বেশ পছন্দের খাবার। কেউ কেউ আবার সন্ধ্যার টিফিন হিসেবেও পছন্দ করেন ধোসা খেতে। তবে বাড়িতে বসেই রেঁস্তোরার মতো দোসা খেতে জানা চাই সঠিক রেসিপি। আসুন, জেনে নেয়া যাক ঘরেই "পারফেক্ট" দোসা তৈরি সহজ রেসিপিটি।