যারা কোনো বিশেষ কারণে মাংস খাননা তারা রাজসিক এই স্বাদ থেকে অনেকটাই বঞ্চিত। তবে সয়া চাপের মাধ্যমে তা সেই সবাদের ক্ষুধা অনেকাংশেই নিবারণ যোগ্য। বিশেষত বাচ্চাদের জন্য সর্বোত্তম পুষ্টিকর একটি খাবার সয়াবিন। তাই এই সয়াবিন যদি আপনি প্রতিদিন বাচ্চাদের খাদ্যতালিকায় রাখতে পারেন, তাহলে শরীরের দুর্বলতা অনেকখানি কমে যায়। সয়াবিন দিয়েই চটজলদি বানিয়ে ফেলতে পারেন একেবারে মাংসের মতন ধাবা স্টাইলে সয়া চাঁপ। চলুন দেখে নেওয়া যাক রেসিপি