Loading...
মজাদার ইলিশ কোরমা

ইলিশের নাম শুনলেই জিভে জল চলে আসে যেন, তাই না? এক ইলিশ দিয়েই তৈরি করা যায় ইলিশের ভাজা, দোপেঁয়াজা সহ নানা পদ। কিন্তু ইলিশের কোরমা কি তৈরি করেছেন কখনো? আজ আপনার জন্য থাকছে ইলিশ কোরমার ব্যতিক্রমী রেসিপি।

প্রয়োজনীয় উপকরণঃ

  • ৬ পিস ইলিশ মাছ
  • ১ কাপ পেঁয়াজ বেরেস্তা
  • ১ কাপ টক দই
  • ১/২ কাপ পেঁয়াজ কুচি
  • ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা
  • ১ টেবিল চামচ কাজু বাদাম বাটা
  • ১ চা চামচ রসুন বাটা
  • পরিমাণ মতো জিরা গুঁড়া
  • পরিমাণ মতো মরিচের গুঁড়া
  • স্বাদ মতো লবণ
  • সামান্য পরিমাণ চিনি
  • ১ কাপ দুধ
  • ১ টেবিল চামচ ঘি
  • ২ টেবিল চামচ পুষ্টি সয়াবিন তেল

প্রস্তুত প্রণালী

  • 1

    মসলা কষিয়ে নিন

    চুলায় একটি প্যান বসিয়ে ১ টেবিল চামচ ঘি ও ২ টেবিল চামচ পুষ্টি সয়াবিন তেল দিয়ে দিন। এবার পেঁয়াজ কুচি প্যানের মধ্যে দিয়ে একটু ভেজে নিন। তারপর পেঁয়াজ বাটা দিয়ে আবার একটু নেড়ে নিন। এখন একে একে বাদাম বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, টক দই, মরিচ গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা ও লবণ দিয়ে ১০ মিনিট কষিয়ে নিন।মনে রাখবেন, ভালোভাবে কষানো হলে রান্নাটা খুবই মজার হয়। তারপর দুধ দিয়ে আরো ২ মিনিট কষিয়ে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    মসলায় মাছ ছেড়ে দিন

    মসলা কষানো হয়ে গেলে মাছগুলো একটা একটা করে এর ভেতর দিয়ে দিন। সাথে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিন। মাছগুলো একটু উল্টিয়ে মসলাগুলো মাছের গায়ে লাগিয়ে নিন। তারপর চুলা মাঝারি আঁচে রেখে ঢাকনা দিয়ে ১০ মিনিট রান্না করুন। আনুমানিক ১০ মিনিট পর রান্না হয়ে যাবে। ব্যস! খুব সহজেই তৈরি হয়ে গেলো মজাদার ইলিশ কোরমা!

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন

রোল অমলেট

ঝটপট ডাল ভর্তা