শিক কাবাব মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রচন্ড জনপ্রিয় একটি খাবার। আমাদের দেশে শিক কাবাব খেতে রেস্টুরেন্ট বা পাড়ার হোটেল ছাড়া গতি নেই। তবে এই রেসিপি ফলো করলে ঘরেই বানাতে পারেন সুস্বাদু শিক কাবাব এবং শাসলিকে গেঁথে ফ্রিজারে ১৫-২০ দিন রেখে সংরক্ষণও করতে পারেন । ইফতারে শিক কাবাব সবার পছন্দ এবং খুব লোভনীয় একটি আইটেম। মেরিনেট করা মাংস রান্নার পর হবে তুলতুলে নরম ও জুসি, আর কয়লায় সেকা হলে থাকবে স্মোকি ফ্লেভার যা রেস্টুরেন্ট ও হোটেলের কাববের স্বাদকেও হার মানাবে।