হালুয়া বা বর্ফি এমন একটি মিষ্টি আইটেম যা কেউ এড়িয়ে চলতে পারে না। বাদামের বর্ফি, ডালের বর্ফি, নারকেলের বর্ফি, ডিমের বর্ফি আরও অনেক কিছু দিয়েই বর্ফি বানানো যায়। বাদামের বর্ফি বানানো খুব সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়েই এটি তৈরি করা যায় আর এটির পুষ্টিগুণও অধিক।