Loading...
দারুণ স্বাদের বাদাম বর্ফি

হালুয়া বা বর্ফি এমন একটি মিষ্টি আইটেম যা কেউ এড়িয়ে চলতে পারে না। বাদামের বর্ফি, ডালের বর্ফি, নারকেলের বর্ফি, ডিমের বর্ফি আরও অনেক কিছু দিয়েই বর্ফি বানানো যায়। বাদামের বর্ফি বানানো খুব সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়েই এটি তৈরি করা যায় আর এটির পুষ্টিগুণও অধিক। 

প্রয়োজনীয় উপকরণঃ

  • ২ কাপ কাজু বাদাম
  • ১ কাপ চিনি
  • ১/২ কাপ পানি
  • ১ টেবিল চামচ ঘি
  • ১/৪ চা চামচ এলাচ গুঁড়া
  • ২ শিট বেকিং পেপার
  • ৩-৪ শিট রুপালি তবক বা সিলভার লিফ

প্রস্তুত প্রণালী

  • 1

    বাদাম গুঁড়া করা

    কাঁচা কাজুবাদাম ব্লেন্ডারে দিয়ে ৫ সেকেন্ড করে পালস্‌ করে গুঁড়া করে নিতে হবে। একবারে লম্বা সময় ধরে ব্লেন্ড করলে বাদামের তেল বের হয়ে ভর্তা হয়ে যাবে এবং বর্ফি তৈরি হবে না। গুঁড়া করে চালনি দিয়ে চেলে নিতে হবে যাতে কোনো বড় বাদামের টুকরা না থাকে। বড় টুকরাগুলো আবার ব্লেন্ডারে পালস্‌ করে গুঁড়া করে চেলে নিন। এভাবে একদম সবটুকু বাদাম মিহি করে গুঁড়া করে নিতে হবে।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    বর্ফির জন্য হালুয়া তৈরি

    একটি পাত্রে চিনি ও পানি নিয়ে, চুলার আঁচ মাঝারি রেখে জ্বাল করতে হবে, চিনি সম্পূর্ণ গলার পর আরও ৫ মিনিট জ্বাল করুন। এরপর চামচে নিয়ে হাত দিয়ে ধরার মত হালকা ঠান্ডা করে তর্জনী ও বৃদ্ধাঙ্গুলে নিয়ে দেখতে হবে একটি চিকন তার তৈরি হচ্ছে কিনা। একে বলে এক তারের চিনির সিরা। এতে গুঁড়া করে রাখা বাদাম দিয়ে দিন এবং অনবরত নেড়ে-চেড়ে মিশিয়ে নিন। এলাচ গুঁড়া দিয়ে আরও মিশিয়ে নিন, যখন এর ঘনত্ব ঘন কাস্টার্ডের মতো হবে তখন বেকিং পেপারের উপর নামিয়ে নিতে হবে ।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    বর্ফি তৈরি

    বেকিং পেপারের উপর নামানো মিশ্রণটি পেপারের উপর একটি চামচে ঘি মেখে নেড়ে ঠান্ডা করতে হবে। যত ঠান্ডা হবে তত ঘন হতে থাকবে, ঘন হতে হতে আটার খামিরের মত হয়ে আসবে তখন এতে এক টেবিল চামচ ঘি দিয়ে হাত দিয়ে মথে একটি খামির করে গোল লেচির মতো করে নিইয়ে উপরে আরেকটি বেকিং পেপার দিয়ে বেলে নিতে হবে এক সেন্টিমিটারের মত পুরুত্ব রেখে। এর পর উপরের বেকিং পেপার তুলে উপরের রুপার তবক বিছিয়ে নিয়ে বর্ফি আকারে কেটে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের বাদাম বর্ফি।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন