পিৎজা এখন আমাদের দেশে দারুণ জনপ্রিয়। সব বয়সী মানুষদের পিৎজার নাম শুনলে জিভে জল চলে আসে। আবার অনেক সময় হুট-হাট করেই বাড়িতে মেহমান চলে আসলে ঝটপট তাদের পিৎজা দিয়ে আপ্যায়ন করা গেলে মন্দ হয় না।
আজকে আমরা দেখবো ঝটপট তৈরি করা যায় এমন একটি স্ন্যাকস মগ পিৎজা! এই পিৎজা তৈরির জন্য আলাদা ডো তৈরি করা, বেক করা এতো কিছুর ঝামেলা নেই। বড় একটা মগে করে মাইক্রোওয়েভে দিয়ে দিলেই হলো। চলুন, দেখে নেই রেসিপিটি