মাটন নিহারি কার না পছন্দ! মিরপুরের চান্দুর নিহারি বা পুরান ঢাকার নিহারির কথা ভাবলেই জিভে পানি চলে আসে। অনেকেই ভাবেন বাড়িতে নিহারি রান্না করা খুবই ঝামেলার কাজ ও সময় সাপেক্ষ। কথাটি সত্য হলেও, কম সময়ে পার্ফেক্ট নিহারি তৈরি করার উপায় নিয়েই আজকের রেসিপি। এই নিহারির স্বাদ কোনো অংশেই কম হবে না এবং বার বার ঘরে বানিয়ে খেতেই মন চাইবে আপনার। একই উপায়ে গরুর পায়া বা নিহারিও করতে পারেন।