যখন তখন মুড ভালো করার জন্য বিরিয়ানি নামটাই যথেষ্ট। স্পেশাল কোনো ওকেশন বিরিয়ানি ছাড়া যেন জমেই না। আর সেই ওকেশন যদি ঈদ হয় তাহ লেতো কথাই নেই। দম বিরিয়ানির ক্ষেত্রে আগের রাতেই মশলা ও দই দিয়ে মাংস মেরিনেট করে রাখা হয়। আর পরের দিন দমে অর্থাৎ আঁচে রেখে সিদ্ধ করে তৈরি করা হয় দম বিরিয়ানি। চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এ রেসিপি-