Loading...
বিফ মালাই

গরুর মাংস তো আমাদের সবারই প্রিয়, তাই না? গরুর কালাভুনা, রেজালা, কাবাব অনেক জনপ্রিয় হলেও গরুর মাংস দিয়ে মালাই গ্রেভি স্টাইল আইটেম কিন্তু অনেকটাই ব্যতিক্রমধর্মী। তাই আজ আপনার জন্য থাকছে বিফ মালাই রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। 

প্রয়োজনীয় উপকরণঃ

  • গরুর মাংস ১ কেজি
  • পেঁয়াজ বাটা ১/২ কাপ
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • রসুন বাটা ১ চা চামচ
  • জিরা বাটা ১ চা চামচ
  • ধনিয়া গুঁড়া ১ চা চামচ
  • হলুদ গুঁড়া ১ চা চামচ
  • মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
  • গরম মসলা গুঁড়া ১ চা চামচ
  • তেজপাতা ২টি
  • দারচিনি ৪ টুকরা
  • এলাচ ৪টা
  • লবঙ্গ ৪টা
  • শুকনা মরিচ ৫/৬টা
  • লবণ স্বাদমতো
  • দুধের সর আধা কাপ
  • পুষ্টি সয়াবিন তেল ১/২ কাপ
  • ঘি ১ টেবিল চামচ
  • চিনি ১ চা চামচ
  • লেবুর রস ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী

  • 1

    মাংস মেরিনেট করে ভেজে নিন

    প্রথমেই গরুর মাংস পানিতে ভালোভাবে ধুয়ে নিন। এরপর গরম মসলা, শুকনা মরিচ, ঘি, দুধের সর, চিনি, লেবুর রস বাদ দিয়ে বাকি সব উপকরণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার একটি পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজে বাটা , শুকনা মরিচ, গরম মসলা ও তেজপাতা দিয়ে হালকা করে ভেজে তাতে মাখানো মাংস ঢেলে চুলায় বসিয়ে দিয়ে একটু অল্প আঁচে কিছুক্ষণ রান্না করে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    মাংস সিদ্ধ করে নিন

    রান্না করতে করতে মাঝে মাঝে মাংসগুলো একটু নেড়ে দিন। মাংসের পানি শুকিয়ে এলে এতে দু-তিন বার গরম পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে ঘি, দুধের সর/মালাই, চিনি, লেবুর রস দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে নিন । ব্যস! তৈরি হয়ে গেলো দারুণ মজাদার বিফ মালাই।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন