Loading...
ঘরোয়া রসনায় বিফ স্টেক

বর্তমানে দেশে রেস্টুরেন্ট ব্যবস্যার প্রসারের কারণে জনপ্রিয় হয়ে উঠেছে নানান ধরণের খাবার। ঠিক তেমনই একটি জনপ্রিয় খাবার বিফ স্টেক। গরুর মাংসের একটি বিশেষ অংশকে একটি বিশেষ পদ্ধতিতে কেটে তাতে অল্প মশলা মিশিয়ে তা একটি গ্রিলে নিয়ে তা আধা-কাঁচা রান্না করে খাওয়া হয়। পিকনিক বা বন্ধু ও পারিবারিক আড্ডায় সবাই মাইল এই খাবারটি খায়। গ্রিলে বানানো হলেও ঘরে চুলায় বানানো সম্ভব এই স্টেকটি। কিন্তু এতে স্টেকের পরিপূর্ণ স্বাদ না আসলেও কিছুটা কাছাকাছি ধাঁচের স্বাদ পাওয়া যায়।

প্রয়োজনীয় উপকরণঃ

  • স্টেক আকারে কাটা গরুর মাংসের টুকরা - ২টি (৫০০ গ্রাম করে)
  • লেবুর রস - ১ টেবিল চামচ
  • সয়া সস - দেড় টেবিল চামচ
  • এইচপি সস - ১ টেবিল চামচ
  • অলিভ অয়েল - ৩ টেবিল চামচ
  • চিলি ফ্লেক্স - ১ চা চামচ
  • চিনি - আধা চা চামচ
  • থেঁতো করা রসুন - ১ টেবিল চামচ
  • মাখন - ২টি

প্রস্তুত প্রণালী

  • 1

    ১ম ধাপ : মাংস কেটে নিন

    স্টেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মাংসের টুকরো নেয়া।স্টেকের মাংস বিশেষ ধরণের হয়। সবসময় চেষ্টা করা উচিত ঘাড় বা পাঁজরের মাংস নেয়ার। কারণ সেই অংশের মাংসগুলো জুসি ও তাড়াতাড়ি সেদ্ধ হয়। মাংসটিকে স্টেক সাইজে কেটে নিতে হবে। স্টেক সাইজে কাটার ধরণ ও পদ্ধতির ব্যাপারে ইন্টারনেটে অনেক ভিডিও আছে, সেগুলো দেখার অনুরোধ রইলো।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    ২য় ধাপ: মাংস তৈরী করুন

    প্রথমে মাংসটি ভালোভাবে ধুয়ে নিন। এরপরে তা ভালোভাবে কিচেন টাওয়াল বা কাপড় দিয়ে মুছে নিতে হবে। এবার একটি ভারী কিছু দিয়ে মাংসটিকে থেঁতো করে নিতে হবে। খেয়াল রাখতে হবে খুব বেশি থেঁতো করা যাবে না।ভারী কিছু না থাকলে ২/৩টি টুথপিক একত্র করে তা দিয়ে ছিদ্র করে নিতে পারেন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    ৩য় ধাপ : সস তৈরি করে নিন

    একটি বাটিতে লেবুর রস,সয়া সস,এইচপি সস,অলিভ অয়েল,চিলি ফ্লেক্স,চিনি ও রসুন দিয়ে সস তৈরি করে নিন। এবার এতে মাংস দিয়ে তা ভালোভাবে মিশিয়ে নিন। মাংসগুলোকে ১ ঘন্টার জন্য মেরিনেট করে নিন। মেরিনেটের পরে একটি কড়াইতে অলিভ অয়েল ও বাটার দিয়ে তা ভালোভাবে গরম করে নিন। এবার এতে মাংস দিয়ে তা ভেজে নিন ৩/৪ মিনিট।এরপরে স্টেকটি উল্টে ওপর পাশ ভেজে নিতে সমান সময়ে।ব্যাস তৈরি হয়ে গেলো বিফ স্টেক

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন