বর্তমানে দেশে রেস্টুরেন্ট ব্যবস্যার প্রসারের কারণে জনপ্রিয় হয়ে উঠেছে নানান ধরণের খাবার। ঠিক তেমনই একটি জনপ্রিয় খাবার বিফ স্টেক। গরুর মাংসের একটি বিশেষ অংশকে একটি বিশেষ পদ্ধতিতে কেটে তাতে অল্প মশলা মিশিয়ে তা একটি গ্রিলে নিয়ে তা আধা-কাঁচা রান্না করে খাওয়া হয়। পিকনিক বা বন্ধু ও পারিবারিক আড্ডায় সবাই মাইল এই খাবারটি খায়। গ্রিলে বানানো হলেও ঘরে চুলায় বানানো সম্ভব এই স্টেকটি। কিন্তু এতে স্টেকের পরিপূর্ণ স্বাদ না আসলেও কিছুটা কাছাকাছি ধাঁচের স্বাদ পাওয়া যায়।