ইফতার আইটেমে নতুনত্ব আনতে চায় সবাই, একই বুট-পিঁয়াজু-বেগুনি খেতে খেতে একঘেয়েমি চলে আসে। চিকেন কোন আমাদের দেশে খুব বেশি একটা দেখা যায় না, তবে বিদেশে বিভিন্ন মেলায় বা স্ট্রিটফুড হিসেবে দেখা যায়। সহজলভ্য উপকরণ দিয়ে খুবই মজাদার ও দেশি টাচের একটি চিকেন কোণ তৈরি করুন এই রেসিপি ফলো করে। ছোটো-বড়ো সবার প্রিয় আইটেম হয়ে উঠবে ইফতারে বা বিকালের নাস্তায় এবং বার বার বানিয়ে খেতে ইচ্ছে হবে।