কাঠ ফাটা রোদের গরমে, ক্লান্ত হয়ে উঠে শরীর ও মন। শরীর ও মন চাঙ্গা করতে চাই রিফ্রেশিং কিছু। ঠান্ডা ম্যাংগো ড্রিংক হতে পারে সহজ সমাধান। আমের এই ভরা মৌসুমে আম দুধ হতে পারে আপনার প্রতিদিনের ক্লান্তি দূর করার দুর্দান্ত টনিক। চলুন দেরি না করে দেখে নেই কীভাবে তৈরি করবেন এই রিফ্রেশিং আম দুধ।