কাবাব একটি ভারতীয় খাবার হলেও বাংলাদেশে কিন্তু বেশ জনপ্রিয়। কাবাব খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। তবে কাবাবের রসনার ভিন্নতা আনতে নানা পরিচিত কাবাবের বাইরে গিয়ে ঘরেই বানিয়ে ফেলতে পারেন একদম অন্যরকম বিফ হান্ডি কাবাব। চলুন দেখে নেই পুরো রেসিপিটি।