পশ্চিমা দেশ গুলোর জনপ্রিয় স্ন্যাক্স ডোনাট, আমাদের দেশেও বহুল পরিচিত। তবে ভালো ডোনাটের সন্ধান পাওয়া মুশকিল। আবার অনেকে ঘরে ডোনাট বানালে দেখা যায় ডোনাট শক্ত হয়ে যায়। এই রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন নরম ও তুলতুলে ডোনাট খুব কম খরচে। যা বাচ্চাদের টিফিন বা বিকালের নাস্তায় তাদের আগ্রহ বাড়িয়ে তুলবে বহুগুণ।