চকলেট খেতে কে না ভালোবাসে! চকলেট দিয়ে বানানো যেকোনো ডেজার্ট বা ড্রিংক সবাই খুব পছন্দ করে খায়। দুধের সাথে চকলেটের কম্বিনেশনটা দারুণ। আর তাই চকলেট মিল্ক আমাদের দেশে দারুণ জনপ্রিয়। চকলেট মিল্ক শীতকালে গরম-গরম ও গ্রীষ্মকালে ঠান্ডা-ঠান্ডা পরিবেশন করা হয়ে থাকে।