রাস্তাঘাটে ভেলপুরি আমরা সকলেই কমবেশি খেয়ে থাকি। অনেকক্ষেত্রে অস্বাস্থ্যকর হলেও, কিন্তু এর স্বাদের কাছে হার মানতে বাধ্য হই আমরা অনেকেই। তবে একটু চেষ্টা করলেই এই স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে আমরা নিতে পারি ভেলপুরির মনকাড়া স্বাদ। কারণ মজাদার এই খাবারটি বাড়িতেই তৈরি করে ফেলা খুবই সহজ, এবং এতে থাকবে না কোনো ঝুঁকি। তাই চলুন, আজ আমরা দেখে নেব ঢাকাইয়া ভেলপুরি তৈরির সহজ রেসিপি।