Loading...
সুস্বাদু জর্দা

জর্দা মানেই বিয়ে বাড়ি বা ঈদের দিনের অতি পরিচিত সুস্বাদু ডেজার্ট। তবে এই সুস্বাদু খাবারটি অনেকে খেতে পছন্দ করলেও, রান্না করতে জানে না। তাই মন চাইলেও খাওয়া হয়ে ওঠে না। তাই আজ আমরা জেনে নেবো সবচেয়ে সহজ পদ্ধতিতে মজাদার জর্দা রান্নার রেসিপি। চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি। 

প্রয়োজনীয় উপকরণঃ

  • ২ কাপ পুষ্টি চিনিগুঁড়া চাল
  • দেড়কাপ পানি
  • ১ কাপ চিনি
  • ৪ টেবিল চামচ ঘি
  • ২ টুকরা দারুচিনি
  • ৫-৬টি লবঙ্গ
  • ৫টি এলাচ
  • ১ কাপ কমলা বা মালটার রস
  • ১/২ কাপ নারকেল (ঐচ্ছিক)
  • ২ টেবিল চামচ লাল-কালো কিসমিস, কাঠ বাদাম, মোরব্বা
  • ১/২ চা চামচ জর্দার রং
  • ১ টেবিল চামচ কমলার খোসা কুঁচি
  • ৬ কাপ পানি (চাল সিদ্ধ করার জন্য)

প্রস্তুত প্রণালী

  • 1

    জর্দার চাল প্রস্তুত করে নিন

    প্রথমে চাল ধুয়ে ভিজিয়ে রাখুন আধা ঘন্টা। এবার ছয় কাপ পানি, দুটি তেজপাতা, সামান্য লবণ, ১ চা চামচ তেল ও জর্দার রঙ চাল চুলায় দিয়ে সিদ্ধ করে নিতে হবে। লক্ষ্য করবেন চাল যাতে বেশী বা কম সিদ্ধ না হয়। ৭৫-৮০% ভাগ সিদ্ধ হয়ে গেলে চালনিতে ঢেলে চাল ছেকে নিন। পানি ভালোভাবে ঝরিয়ে ট্রে তে বিছিয়ে রাখুন যেন বাতাসে পানিটা শুকিয়ে যায়।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    চাল মেশানোর মিশ্রণ তৈরি করুন

    একটি প্যানে ঘি গরম করে মিডিয়াম আঁচে রাখুন, সাথে আস্ত গরম মশলাগুলো দিন। পানি ফুটে উঠলে কিশমিশ, বাদাম, নারিকেল ও মোরাব্বা দিয়ে নেড়ে চিনি, পানি ও কমলার রস দিয়ে আবারও নেড়ে নিন। রান্নায় বলক আসলে সিদ্ধ চাল দিয়ে নেড়ে নেড়ে সব মিশিয়ে ফেলুন। এবার চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে এনে ঢেকে দিন। এরপর ২০ মিনিট রান্না করুন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    আরও কিছুক্ষণ রান্না করে পরিবেশন করুন

    ২০ মিনিট পর কমলার খোসা কুঁচি ও ১ টেবিল চামচ ঘি দিয়ে হালকা নেড়ে মিশিয়ে নিন। আবারও ঢেকে ২০ মিনিট দমে রাখুন। ভাত একদম ফুটে গেলে নামিয়ে বাটিতে নিয়ে কিশমিশ, পেস্তা-বাদাম কুঁচি, মাওয়া ও ছোট লাল-সাদা মিষ্টি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন