জর্দা মানেই বিয়ে বাড়ি বা ঈদের দিনের অতি পরিচিত সুস্বাদু ডেজার্ট। তবে এই সুস্বাদু খাবারটি অনেকে খেতে পছন্দ করলেও, রান্না করতে জানে না। তাই মন চাইলেও খাওয়া হয়ে ওঠে না। তাই আজ আমরা জেনে নেবো সবচেয়ে সহজ পদ্ধতিতে মজাদার জর্দা রান্নার রেসিপি। চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি।