চলছে আমের মৌসুম। বাজারে এখন কাঁচা পাকা আমের সমাহার। আমের সেই স্বাদ ভিন্ন ভিন্ন রূপে নেওয়ার পালা এখনই। মিষ্টি ও রসালো এই ফল দিয়ে তৈরি করা যায় বিভিন্ন স্বাদের খাবার। পুডিং এমনি এক স্বাস্থ্যকর ও সুস্বাদু একটি খাবার। এর সঙ্গে ফলের রাজার সংমিশ্রণ হলে তা আরও বেশি সুস্বাদু হয়ে ওঠে। চলুন জেনে নেওয়া যাক পাকা আম দিয়ে পুডিং তৈরির সহজ রেসিপি-