প্রথমে একটি বাটিতে মুরগির মাংসগুলো নিয়ে তাতে ১ চা চামচ আদাবাটা,১ চা চামচ রসুনবাটা,গোল মরিচগুঁড়া আধা চা চামচ,লবণ আধা চা চামচ, টেবিল চামচ লেবুর রস দিয়ে মাখিয়ে আধা ঘন্টা মেরিনেট করে নিতে হবে। আধা ঘন্টা পরে মাংসতে দিয়ে দিতে হবে ৩ টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই,১ চা চামচ রসুনবাটা,আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ,কাঁচা মরিচ বাটা ১ চা চামচ (বেশি ঝাল খেতে চাইলে বেশি দেয়া যাবে),১ চা চামচ ভেজে নেয়া কসুরি মেথিগুঁড়া,স্বাদমতো লবণ, গরম মশলাগুঁড়া আধা চা চামচ,২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার, ১ মুঠো ধনিয়াপাতা কুচি,ফ্রেশ ক্রিম বা মালাই ৩ টেবিল চামচ ও গ্রেট করে রাখা পনির দিয়ে ভালোমতো মেখে নিতে হবে। মাখা শেষ হলে তাতে দিতে হবে ২ টেবিল চামচ তেল। তারপরে আবার মাখিয়ে পুরো জিনিসটিকে ২ ঘন্টা থেকে সারারাত মেরিনেট করে নিতে হবে।