Loading...
ঘরেই তৈরি করুন চিকেন মালাই কাবাব

কাবাব আমাদের সবারই কম বেশি প্রিয়। সুস্বাদু এই খাবারটি যেকোনো উৎসবে আমাদের ডাইনিং টেবিলের একটি পরিচিত মুখ। খুব সহজেই বিভিন্ন ধরণের কাবাব ঘরে তৈরী করা সম্ভব। তেমনি একটি রেসিপি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে। শীতের সন্ধ্যায় গরম গরম চিকেন মালাই কাবাব বেশ খেতে বেশ চমৎকার লাগে। চলুন দেখি কিভাবে সহজেই ঘরে তৈরী করা যায় চিকেন মালাই কাবাব-

প্রয়োজনীয় উপকরণঃ

  • হাড়বিহীন মুরগির মাংস - আধা কেজি
  • আদাবাটা - ২ চা চামচ
  • রসুনবাটা -২ চা চামচ
  • গোল মরিচগুঁড়া - আধা চা চামচ
  • লবণ - স্বাদমতো
  • লেবুর রস - ১ টেবিল চামচ
  • দই - ৩ টেবিল চামচ
  • কাঁচা মরিচ বাটা - ১ চা চামচ
  • রোস্টেড কাসুরি মেথি - ১ চা চামচ
  • গরম মশলা - আধা চা চামচ
  • কর্ন ফ্লাওয়ার - ২ টেবিল চামচ
  • ধনিয়া পাতা - ১ মুঠো
  • ফ্রেশ ক্রিম/মালাই - ৩ টেবিল চামচ
  • পনির - ১টি
  • তেল - ২ টেবিল চামচ
  • মাখন - ১ টেবিল চামচ
  • কাঠ কয়লা - ১টি

প্রস্তুত প্রণালী

  • 1

    ১ম ধাপ: ২ ধাপে মাংস মেরিনেট করে নিন

    প্রথমে একটি বাটিতে মুরগির মাংসগুলো নিয়ে তাতে ১ চা চামচ আদাবাটা,১ চা চামচ রসুনবাটা,গোল মরিচগুঁড়া আধা চা চামচ,লবণ আধা চা চামচ, টেবিল চামচ লেবুর রস দিয়ে মাখিয়ে আধা ঘন্টা মেরিনেট করে নিতে হবে। আধা ঘন্টা পরে মাংসতে দিয়ে দিতে হবে ৩ টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই,১ চা চামচ রসুনবাটা,আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ,কাঁচা মরিচ বাটা ১ চা চামচ (বেশি ঝাল খেতে চাইলে বেশি দেয়া যাবে),১ চা চামচ ভেজে নেয়া কসুরি মেথিগুঁড়া,স্বাদমতো লবণ, গরম মশলাগুঁড়া আধা চা চামচ,২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার, ১ মুঠো ধনিয়াপাতা কুচি,ফ্রেশ ক্রিম বা মালাই ৩ টেবিল চামচ ও গ্রেট করে রাখা পনির দিয়ে ভালোমতো মেখে নিতে হবে। মাখা শেষ হলে তাতে দিতে হবে ২ টেবিল চামচ তেল। তারপরে আবার মাখিয়ে পুরো জিনিসটিকে ২ ঘন্টা থেকে সারারাত মেরিনেট করে নিতে হবে।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    ২য় ধাপ: মাংস রান্না করে নিন

    ২ ঘন্টা পর একটি কড়াই গরম করে তাতে এক টেবিল চামচ মাখন গলিয়ে নিতে হবে সম্পূর্ণ কড়াইতে। এরপরে মেরিনেট করা মাংসগুলো কড়াইতে ২ মিনিট ভেজে নিতে হবে মাঝারি থেকে বেশি আচে। ২ মিনিট পরে মাংসগুলো উল্টিয়ে তাতে কড়াইয়ে লেগে থাকা মাখন ব্রাশ করতে হবে। এভাবে ১.৫-২ মিনিট পর পর মাংস উল্টে মাখন ব্রাশ করে নিতে হবে। পুরো প্রক্রিয়াটি করতে ৭-৮ মিনিট সময় লাগবে।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    ৩য় ধাপ: কয়লা ব্যবহার করে স্মোকি ফ্লেভার আনুন

    মাংসগুলো ভাজা হয়ে গেলে তা একটি বড় বাটিতে উঠিয়ে নিতে হবে। এরপরে একটি ছোট বাটিতে জ্বলন্ত কয়লা নিয়ে বড় বাটিতে দিয়ে দিতে হবে। তারপরে সেই কয়লাতে কয়েক ফোটা তেল দিয়ে পুরো বাটিটাকে ঢেকে দিতে হবে যাতে করে কয়লার ঘ্রাণটি মাংসের সাথে মিশে যায়। এরপরে ঢাকনা উঠিয়ে পরিবেশন করুন গরম গরম চিকেন মালাই কাবাব।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন