বাঙালির দুপুরের খাবারের তালিকায় ভাত যেমন খুবই কমন তেমনি সাথে মাছটাও কমন। কারণ কথাতেই রয়েছে মাছে ভাতে বাঙালি। তবে রিচ খাবার প্রতিদিন তো আর করা যায় না, মাঝেমধ্যে একটু লাইট খাবার খেলে স্বাস্থ্য ভালো থাকে। আর তাই আজ আপনাদের জন্য রুই মাছ দিয়ে একটি দারুন সুন্দর রান্না আলু পটল দিয়ে রুই মাছের ঝাল ঝোলের রেসিপি