Loading...
স্বাদে ভিন্নতায় স্পিনাচ শ্রিম্প

চিংড়ি মাছ আমাদের অনেকেরই প্রিয় খাবার। পালং শাক দিয়ে চিংড়ি মাছ বাঙালি রসনার একটি বহুল প্রচলিত খাবার। কিন্তু আপনি জানেন কি, এই দুইটি আইটেম দিয়ে একটি ফাইন ডাইনিং রেসিপি তৈরি করা যায়? সেই মজাদার রেসিপিটিই নিয়ে এসেছেন দেশের খ্যাতনামা ফাইন ডাইনিং শেফ টনি খান। চলুন দেখে নেওয়া যাক টনি খানস স্পেশাল স্পিনাচ শ্রিম্প

প্রয়োজনীয় উপকরণঃ

  • গলদা চিংড়ি - ৫০০ গ্রাম
  • মটরশুঁটি - আধা কাপ
  • পালং শাক - ২ কাপ
  • পেঁয়াজ কুচি - ১ কাপ
  • রসুন কুচি - ২ চা চামচ
  • আদা কুচি - ১ চা চামচ
  • টমেটো - ১টি
  • গাজর - ১টি
  • জিরা - ১ চা চামচ
  • লেবু - ১টি
  • গোলমরিচ গুঁড়া - স্বাদমতো
  • লবণ - স্বাদমতো
  • পুষ্টি সয়াবিন তেল - পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

  • 1

    ১ম ধাপ: চিংড়ি রান্না করে নিন

    চিংড়ি মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এতে গোলমরিচ,লবণ ও লেবুর রস দিয়ে মেরিনেট করে নিন । মেরিনেট করার পরে চিংড়ি মাছ কড়াইতে ভেজে নিন এবং এতে লেবুর রোষ ও লেবুর টুকরো দিয়ে দিন। ৩-৪ মিনিট রান্না করে নামিয়ে রেখে দিন

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    ২য় ধাপ: পালং শাক রান্না করে নিন

    এবার কড়াইতে তেল দিয়ে এতে একে একে জিরা,পেঁয়াজ কুচি,রসুন কুচি, আদা কুচি,লবণ, টমেটো কুচি, গাজর, মটরশুঁটি ও পালং শাক দিয়ে ২-৩ মিনিট রান্না করে নিন। সবশেষে লেবুর রস ও চিংড়ি দিয়ে পরিবেশন করুন স্পিনাচ শ্রিম্প।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন