Loading...
ঈদ স্পেশাল ফিরনি রেসিপি

ঈদের দিনের সকালটা ফিরনি বা সেমাই ছাড়া একেবারেই অপূর্ণ। আর ঈদ কে উপলক্ষ্য করে সবাই স্পেশালভাবে ফিরনি তৈরি করতে চান। চিনিগুঁড়া চাল, দুধ, আর চিনি মিশিয়ে ফিরনি তৈরি করা হয় যা আমাদের দেশে ঘরোয়া আয়োজনে ডেজার্ট হিসেবে খাওয়া হয়। ফিরনির স্বাদ আরও বাড়াতে এলাচ, কিশমিশ, জাফরান, কাজু বাদাম বা পেস্তা বাদামও ব্যবহার করা হয়। ঐতিহ্যবাহী এই ফিরনির অনেক রকম রেসিপি থাকলেও ঘরে স্পেশাল ভাবে কম সময়ে বানাতে চাইলে ফলো করতে পারেন এই রেসিপি

প্রয়োজনীয় উপকরণঃ

  • ১/২ কাপ চিনিগুঁড়া চাল
  • ৩ লিটার তরল দুধ (ফুল ক্রিম)
  • ১/৪ কাপ গুঁড়া দুধ
  • ৩/৪ কাপ চিনি
  • ১/৪ চা চামচ জাফরান
  • ২ টেবিল চামচ পেস্তা বাদাম কুচি
  • ৬ টি কাজু বাদাম কুচি
  • ৭-৮ টি কাঠ বাদাম কুচি
  • ৮-১০ টি কিশমিশ
  • ১ টেবিল চামচ ঘি

প্রস্তুত প্রণালী

  • 1

    চাল ভিজানো ও ভাঙানো

    আধা কাপ চাল ভালোভাবে ৩-৪ বার পানি বদলে ধুয়ে নিন । এরপর ২ কাপ পানিতে ১ ঘন্টা ভিজিয়ে রাখুন এরপর ভালোভাবে পানি ঝরিয়ে নিন। চালগুলো ব্লেন্ডার বা শিল পাটায় পিষে আধা ভাঙা করে নিতে হবে।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    মূল রান্না

    একটি পাত্র চুলায় বসিয়ে ১/২ টেবিল চামচ ঘি দিয়ে; তাতে পেস্তা বাদাম বাদে বাকি বাদাম কুচি ও কিশমিশ মৃদু আঁচে ১ মিনিট ভাজুন। তারপর এতে চালগুলো দিয়ে আর ৫-৭ মিনিট মেড়ে নেড়ে ভাজুন। ভাজা হলে, আধা কাপ দুধ রেখে চাল ভাজায় কুসুম গরম তরল দুধ দিয়ে ঘন হয়ে আসা পর্যন্ত অনবরত নেড়ে জ্বাল দিন। রেখে দেওয়া কুসুম গরম দুধে জাফরান ভিজিয়ে রাখতে হবে। দুধ ঘন হয়ে চাল সিদ্ধ হলে তাতে চিনি, জাফরান-দুধ ও গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চিনির পানি কিছুটা টেনে আসা পর্যন্ত রান্না করতে হবে। ঘন হয়ে আসলে নামিয়ে বাটিতে নিয়ে উপরে পেস্তা বাদাম কুচি দিয়ে সার্ভ করুন ঈদের দিন সকালে কিংবা মেহমান আপ্যায়নে

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন