রান্না নিয়ে উদ্যমী মানুষগুলো সবসময় নতুন কিছু না কিছু চেষ্টা করে থাকেন, নবাবি সেমাই এমনই একটি আইটেম। আরব ডেজার্ট কুনাফা থেকে অনুপ্রেরণা নিয়ে বানানো হয় এই ডেজার্ট। উপরে নিচে মুচমুচে সেমাইয়ের মাঝে মিষ্টি স্বাদের ক্রিমের পুরের মিলন, হার মানাবে যেকোনো ডেজার্টকে। অনেকে অনেক ভাবে বানিয়ে থাকে তবে সবচেয়ে মজা ও সহজভাবে বানাতে পারবেন এই রেসিপি ফলো করে।