Loading...
মালাই ইলিশ

স্বাদে-গন্ধে ইলিশের জুড়ি মেলা ভার। তাই তো যুগ যুগ ধরে উৎসবে-আয়োজনে বাঙালির রসনা বিলাসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে ইলিশ।  


সর্ষে ইলিশ, ইলিশ ভাজা বা ইলিশ পোলাও ইলিশের প্রচলিত পদ, ঘরে ঘরে প্রায়ই রান্না হয় এই খাবারগুলো। কিন্তু মালাই ইলিশের নাম শুনেছেন কখনো? আসুন আজ আপনাকে দেখানো যাক ব্যতিক্রমধর্মী মালাই ইলিশের রেসিপি।

প্রয়োজনীয় উপকরণঃ

  • ইলিশ মাছ ৮ টুকরো
  • সাদা সরিষা ১ কাপ
  • পোস্ত বাটা ১ কাপ
  • নারিকেলের দুধ ১ কাপ
  • টকদই ২ টেবিল চামচ
  • কাঁচা মরিচ বাটা ১ চা চামচ
  • লবণ স্বাদ মতো
  • হলুদ গুঁড়া পরিমাণ মতো
  • পুষ্টি সরিষার তেল পরিমাণ মতো

প্রস্তুত প্রণালী

  • 1

    মাছ ভেজে নিন

    মাছের টুকরোগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখুন। এরপর কড়াইয়ে সরিষার তেল নিয়ে মাছের টুকরোগুলো হালকা করে ভেজে আলাদা একটি বাটিতে তুলে রাখুন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    মসলা তৈরি করে নিন

    মাছ ভাজা শেষ হলে সেই তেলেই সাদা সরিষা, পোস্ত বাটা, নারিকেলের দুধ, কাঁচা মরিচ বাটা ও টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে কষাতে থাকুন। মসলা ভালো করে কষানো হলে এর সঙ্গে লবণ, হলুদ ও অল্প চিনি দিয়ে দিন। এরপর পানি দিয়ে ফুটতে দিন। পানি ফুটে এলে এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিন। দু থেকে তিন মিনিট কড়াইয় রেখে, নামিয়ে পরিবেশন করুন গরম গরম মজাদার মালাই ইলিশ।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন