স্বাদে-গন্ধে ইলিশের জুড়ি মেলা ভার। তাই তো যুগ যুগ ধরে উৎসবে-আয়োজনে বাঙালির রসনা বিলাসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে ইলিশ।
সর্ষে ইলিশ, ইলিশ ভাজা বা ইলিশ পোলাও ইলিশের প্রচলিত পদ, ঘরে ঘরে প্রায়ই রান্না হয় এই খাবারগুলো। কিন্তু মালাই ইলিশের নাম শুনেছেন কখনো? আসুন আজ আপনাকে দেখানো যাক ব্যতিক্রমধর্মী মালাই ইলিশের রেসিপি।