চাইনিজ রেস্টুরেন্টে খেতে গেলে অ্যাপাটাইজারে স্প্রিংরোল না হলে যেন চলেই না। এটি মূলত চীন, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়ার জনপ্রিয় খাবার যা বিভিন্ন রেস্টুরেন্টের বদৌলতে আমাদের দেশেও বহুল জনপ্রিয় একটি আইটেম। ইদানিং আমাদের দেশে ইফতারেও স্প্রিংরোল আইটেম খুব জনপ্রিয় হয়ে উঠেছে। পুষ্টি হোম শেফ এ আমাদের আজকের এই রেসিপি ফলো করে জেনে নিন কীভাবে খুব সহজে ঘরেই তৈরি করে ফেলতে পারেন মজাদার মুচমুচে স্প্রিংরোল।