রুই মাছ ভাজা বা রুই মাছের দোপেঁয়াজা মাছে ভাতে বাঙালির নিত্যদিনের খাবার। তবে রুই মাছ দিয়েও কিন্তু দারুণ সুস্বাদু কাবাব তৈরি করা যায়। যা মাংসের কাবাব থেকে কম খরচে ও সহজে বানানো যায়, এবং এর স্বাদও হয় অতুলনীয়।
বাচ্চাদের টিফিনে, সন্ধ্যায় অতিথি আপ্যায়নে রুই মাছের কাবাব হতে পারে সেরা পছন্দ। এছাড়া এটি পোলাও বা খিচুড়ির সঙ্গেও খাওয়া যায়।