আজ অন্যরকম সসের কথা বলবো যা আইস্ক্রিমের টপিং হিসেবে ব্যবহার করা হয়। কথা বলছি সল্টেড ক্যারামেল সস নিয়ে। সল্টেড ক্যারামেল সস কয়েক মিনিটের মধ্যে বাড়িতে তৈরি করা সবচেয়ে পছন্দনীয় একটি আইসক্রিম টপিংস।চলুন দারুণ সুস্বাদু এই নোনতা ক্যারামেল সসের রেসিপিটি জেনে নেওয়া যাক।